মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
নিউজ পাঠান
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
লেখা পাঠান

তাইওয়ানের সরকারি কর্মীদের জন্য ডিপসিক ব্যবহার নিষিদ্ধ

চীনের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট ডিপসিক ব্যবহারে তাইওয়ানের সরকারি কর্মীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর এএফপি’র।

এ প্রসঙ্গে তাইওয়ানের ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এটা একটা চীনা পণ্য (সেবা) যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তাইওয়ানের ওই মন্ত্রণালয় আরো জানিয়েছে, ডিপসিক সীমান্তে তথ্য পাঠানো ও তথ্য ফাঁসের ঘটনার সাথে সম্পৃক্ত।

দক্ষিণ কোরিয়া, আয়ারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও ইতালি এই চীনা এআই চ্যাটবটের ডাটা অনুশীলন নিয়ে প্রশ্ন তুলেছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্য-সেবা জাতীয় নিরাপত্তার স্বার্থে তাইওয়ান ২০১৯ সাল থেকে সরকারি বিভিন্ন সংস্থায় ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে আসছে।

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো