চীনের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট ডিপসিক ব্যবহারে তাইওয়ানের সরকারি কর্মীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর এএফপি’র।
এ প্রসঙ্গে তাইওয়ানের ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এটা একটা চীনা পণ্য (সেবা) যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তাইওয়ানের ওই মন্ত্রণালয় আরো জানিয়েছে, ডিপসিক সীমান্তে তথ্য পাঠানো ও তথ্য ফাঁসের ঘটনার সাথে সম্পৃক্ত।
দক্ষিণ কোরিয়া, আয়ারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও ইতালি এই চীনা এআই চ্যাটবটের ডাটা অনুশীলন নিয়ে প্রশ্ন তুলেছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্য-সেবা জাতীয় নিরাপত্তার স্বার্থে তাইওয়ান ২০১৯ সাল থেকে সরকারি বিভিন্ন সংস্থায় ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে আসছে।