শনিবার, জুলাই ১২, ২০২৫
নিউজ পাঠান
শনিবার, জুলাই ১২, ২০২৫
লেখা পাঠান

ক্রিকেটার বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা |

বিপিএল ঘিরে ক্রমেই বাড়ছে ফিক্সিংয়ের অভিযোগ, আর এবার সন্দেহের কেন্দ্রবিন্দুতে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিজয়। স্পট ফিক্সিং সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত চলমান থাকায় আপাতত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যদিও এখনো কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, তবে বিসিবির দুর্নীতি দমন বিভাগ সতর্কতামূলক এই সিদ্ধান্ত নিয়েছে।

চলতি বিপিএলে শুরুর দিক থেকেই রাজশাহীর কিছু ম্যাচ নিয়ে সন্দেহ দানা বাঁধে। বিশেষ করে এনামুল হকের কিছু পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠে। বিসিবির দুর্নীতি দমন ইউনিট বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করলে একাধিক ক্রিকেটারের নাম সামনে আসে।

একজন দায়িত্বশীল কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান এনামুল হকের বিষয়ে ইমিগ্রেশন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তিনি দেশ ছাড়তে না পারেন। তবে সেই কর্মকর্তা জানান এটি আপাতত সতর্কতামূলক ব্যবস্থা। যদি তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হন তাহলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

তদন্তে উঠে এসেছে, শুধু এনামুল হক বিজয় নন, দুর্বার রাজশাহীর আরও কয়েকজন খেলোয়াড় স্পট ফিক্সিংয়ের সন্দেহের তালিকায় আছেন। শুধু রাজশাহীই নয়, অন্য আরও তিনটি দলের কিছু ক্রিকেটার ও কর্মকর্তার ওপর নজরদারি করছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট।

উল্লেখ্য, মৌসুমের শুরুতে দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল হক বিজয়। তবে হঠাৎ করেই তাকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়ক ঘোষণা করা হয়। এখন তদন্তের ফলাফলই বলে দেবে, এই বিতর্কের আসল সত্য কী!

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো