বিএনপি নেতা নিজাম উদ্দিনের পদ স্থগিত

ঢাকা মহানগর উত্তরের রূপনগর থানাধীন ৯২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিনের দলীয় পদ আগামী তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তরের রূপনগর থানাধীন ৯২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিনের দলীয় পদ আগামী তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

নিউজটি শেয়ার করুন