মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
নিউজ পাঠান
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
লেখা পাঠান

বিমান ভাড়া কমানোর দাবিতে আমজনতার দলের বিক্ষোভ সমাবেশ

বিমান ভাড়া কমাও, প্রবাসীদের বাঁচাও দাবিতে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে আমজনতার দল।

শুক্রবার (৩১ জানুয়ারি) দলটির দপ্তর সমন্বয়ক আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আমজনতা দলের কেন্দ্রীয় সদস্য সোহেল আমিনের সঞ্চালনায় এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তারেক রহমান।

তারেক রহমান বলেন, আলু-পিঁয়াজের মতো বিমানের টিকিট মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে ভাড়া বৃদ্ধি করা হয়। অন্তর্বর্তী সরকার ছয় মাস সময় অতিবাহিত করেছে। উপদেষ্টা নাহিদ ইসলাম এখনো টেলিটকের নেটওয়ার্ক সংস্কার করতে পারেনি।

দলটির কেন্দ্রীয় সদস্য ও প্রবাসীদের নেতা সালাউদ্দিন দুবাই রাষ্ট্রদূত বিএম জামালকে প্রমোশন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ভিআইপি টিকিটের চেয়ে শ্রমিক শ্রেণির টিকিটের দাম বেশি বৃদ্ধি পেয়েছে। তিনি গণঅভ্যুত্থানে দুবাই ও মধ্যপ্রাচ্যের ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ক্ষতিপূরণ দাবি করেন আমজনতা দলের বিক্ষোভ কর্মসূচিতে।

দলটির দপ্তর সমন্বয়ক আরিফ বিল্লাহ বলেন, উপদেষ্টা আসিফ নজরুল টকশোতে বসে লম্বা লম্বা কথা বলতেন- সরকারে আসলে দেশ উল্টিয়ে ফেলবেন। আজ কেন প্রবাসীদের গলায় ছুরি চালাচ্ছেন। অতি দ্রুত বর্ধিত বিমান ভাড়া প্রত্যাহার করতে হবে। সরকার যদি কর্ণপাত না করে প্রবাসীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যেতে পারি।

ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক বলেন, বাংলাদেশে কৃষকদের অবমূল্যায়ন করার কারণে কৃষক কমে যাচ্ছে, তেমনি আজ যারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছে তারা আজ হেনস্থার স্বীকার হচ্ছে। বিমান ভাড়া বৃদ্ধি প্রবাসী বিমুখ করা চক্রান্ত করে রেমিট্যান্স খাতকে ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন- মেজর অবসরপ্রাপ্ত আব্দুর রব লিংকন, মোজাম্মেল মিয়াজী, প্রফেসর মাহবুব হোসেন, মহসিন রেজা, সুরাইয়া ইয়াসমিন, আবুল কালাম রুহানী, জামাল উদ্দিন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো