শনিবার, জুলাই ১২, ২০২৫
নিউজ পাঠান
শনিবার, জুলাই ১২, ২০২৫
লেখা পাঠান

ভারত-মিয়ানমার থেকে এলো সাড়ে ৩০ হাজার টন চাল

মিয়ানমার থেকে ২৩ হাজার টন এবং ভারত থেকে ৭ হাজার ৫০০ টন আমদানি করা চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম এবং মোংলা বন্দরে পৌঁছেছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, ‘জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে ২৩ হাজার টন আতপ চাল নিয়ে এমভি পিটিভি অ্যারোমা এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ৭ হাজার ৫০০ টন চাল নিয়ে এমভি আলফা জাহাজ দুটি যথাক্রমে চট্টগ্রাম এবং মোংলা বন্দরে পৌঁছেছে।’

ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘জাহাজে রক্ষিত চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ৮ হাজার ৫০০ এবং ১০ হাজার টন চাল নিয়ে আরও দুটি জাহাজ আগামীকাল শনিবার এবং আগামী রোববার মোংলা বন্দরে পৌঁছাবে।’

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো