শনিবার, জুলাই ১২, ২০২৫
নিউজ পাঠান
শনিবার, জুলাই ১২, ২০২৫
লেখা পাঠান

কালীগঞ্জ হাইওয়েতে বাস উল্টে পড়ে, ২০ আহত

কালীগঞ্জ, ৩০ জানুয়ারি: গতকাল সকাল ৬:৩০ নাগাদ কালীগঞ্জ হাইওয়েতে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। নরসিংদী থেকে ঢাকাগামী একটি এনা বাস ব্রেক ফেল করে একটি পুকুরে উল্টে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। এতে বাসে থাকা অন্তত ১৫-২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি শহীদ ময়েজউদ্দিন সেতু পার হয়ে কিছু দূর এগিয়ে গেলে আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় ব্রেক ফেল হয়ে গিয়েম এনা বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায় এবং উল্টে যায়। দুর্ঘটনায় বাসের সামনের গ্লাস ভেঙে যায়।আহতদের উদ্ধার করে কালীগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাস চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন,”কালীগঞ্জ হাইওয়েতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। এই রাস্তাটি বেশ ঝুঁকিপূর্ণ। এক মাস আগেও এখানে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। আমরা চাই যাতে পুলিশ এই এলাকায় আরও তৎপরতা দেখায়।”

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো