সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন সচিবালয়ে কর্মরত ৩২ জন প্রশাসনিক কর্মকর্তা (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তা (পিও)।
বুধবার (২৯ জানুয়ারি) ক্যাডার বহির্ভূত এ পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন সচিবালয়ের পরামর্শে জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডভুক্ত সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- মো. শফিকুর রহমান, সাহানা পারভীন, মো. খায়রুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মোছা. ফেরদৌসী খাতুন, মো. আব্দুল মান্নান, পারুল বেগম, মোহাম্মদ মাসুদ আলম, মো. শফিউল আলম, এসএম আরিফুর রহমান, মো. মহিউদ্দিন, রীনা মন্ডল, রহিমা খাতুন, মো. আনছার আলী সরকার, মুহাম্মদ তৌহিদুজ্জামান, মোহাম্মদ আলমগীর হক, মাঈনুল হাসান, মো. আনোয়ারুল ইসলাম, আব্দুস সালাম, মো. আতাউর রহমান, মো. নূরুল ইসলাম, কানিজ ফাতেমা, মো. আসলাম হোসেন, মো. গোলাম মোস্তফা, আবুল বাশার মোহাম্মদ আল আমীন, মোহাম্মদ মোবারক হোসেন, জয়তন রায়, নাদিম আহমেদ, মো. জেহাদুল বারী, মোসাম্মৎ সুলতানা আক্তার, আবু তাহের মিয়া ও মারুফা সুলতানা।