গণআকাঙ্ক্ষা পূরণে নির্বাচিত সরকারের বিকল্প নাই : পিএনপি

গণআকাঙ্ক্ষা পূরণে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

অতিরিক্ত ভ্যাট, ট্যাক্স প্রত্যাহার ও চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জনগণের দ্বারা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবিতে এক মানববন্ধনের আয়োজন করে পিএনপি।

সভাপতির বক্তব্যে ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার দানবীয়তার বিরুদ্ধে আন্দোলন করেছি। হামলা মামলা খুন গুম গণহত্যা চালিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আওয়ামী স্বৈরাচার সরকার। দুর্নীতি লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছে।

এ ছাড়া তিনি বলেন, দেশে রাজনৈতিক প্রতিহিংসার দাবানল সৃষ্টি করে মিথ্যা মামলায় ফাঁসি কার্যকর করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুল কাদের মোল্লা, মুহাম্মদ কামরুজ্জামান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে। প্রখ্যাত আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট দানবীয় আচরণের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে ছাত্রজনতার গণবিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটে জনগণের বিজয় অর্জন হয়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সাত মাস হতে চলল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সিন্ডিকেট ভাঙতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তার ওপর অযৌক্তিক ট্যাক্স ভ্যাট বৃদ্ধি করে জনমনে হতাশার প্রতিফলন ঘটিয়েছে। আমাদের দল মনে করে জনগণ জীবন দিয়ে রক্ত দিয়ে দানবের বিরুদ্ধে লড়াই করেছে। ফিরোজ মোহাম্মদ লিটন দ্রুত সময়ে সংস্কার শেষ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন বলেন, আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় মানুষ ভীত সন্ত্রস্ত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ দিশাহারা।

তাই সিণ্ডিকেটে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের দোসরদের ফ্যাসিস্ট শেখ হাসিনার লোকদের নিয়ে মিডিয়া সেল গঠন করেছেন। নাহিদ সাহেব অবিলম্বে মিডিয়া সেল গণমাধ্যম সংস্কার কমিশন বাতিল করার উদাত্ত আহ্বান জানান।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিএনপির জাহিদুল ইসলাম তুহিন, নয়াগণতান্ত্রিক পার্টির সভাপতি এমএ মান্নান, পিপলস ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান মো. আজমাইল হোসেন, লেবার পার্টির মুখপাত্র শরীফুল ইসলাম, পিএনপির যুগ্ম মহাসচিব টিএম কামরুল হাসান হৃদয়, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক শেখ মো. হেলাল উদ্দিন, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন, মহিলা নেত্রী নাসিমা আক্তার, কেন্দ্রীয় নেতা মো. দেলোয়ার হোসেন, মো. মামুনুর রশীদ, মো. রাসেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন