এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সকল নেতা-কর্মীদের জনগনকে সাথে নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে দল জনগণের থেকে দূরে চলে যাবে, তাদের পরিণতি হবে ৫ আগস্টের মতো।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনায় বিএনপির কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
বিএনপির ওপর মানুষ আস্থা রাখতে চাইছে দাবি করে তারেক রহমান বলেন, এই আস্থা যারা নষ্ট করবে তারা ছাড় পাবে না। অন্যায়কারী যে হোক তাদের সাথে বিএনপির কোন সম্পর্ক নেই।
তিনি বলেন, মানুষ যদি রাজনৈতিক দলের সঙ্গে না থাকে সেই দলের কোনো সার্থকতা নেই। কোনো দল বা ব্যক্তি জনবিচ্ছিন্ন হলে তার পরিণতি ৫ আগস্টের মতো হবে। পাশাপাশি নেতাকর্মীদের জনগণের পাশে থাকারও নির্দেশ দেন তিনি।
তারেক রহমান বলেন, বিএনপি জনপ্রিয় কি না সে সিদ্ধান্ত জনগণ নেবে। ফলে জনগণের সাথে থাকতে হবে এবং সঙ্গে রাখতে হবে। কারো পক্ষে একাকী সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। সবাইকে ধৈর্য্য ধরতে হবে।