সালমান এফ রহমান ফের ৩ দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।

গত ২১ জুলাই যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা গুলি চালালে ঘটনাস্থলেই মো. আমিন নামের একজন নিহত হন। নিহতের বাবা বাদী হয়ে ৯৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন