এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সবসময় নির্বাচন কিংবা সংস্কারে গুরুত্ব দেয়, কিন্ত এই মুহুর্তে নির্বাচন কিংবা সংস্কারের চেয়ে সংসারই বেশি গুরুত্ব।
শনিবার (২৫ জানুয়ারি) তিনি বলেন, দ্রব্যমূল্য আর ভ্যাটের চাপে মানুষ দিশেহারা। এখনো কেন সিন্ডিকেট ভাঙ্গা গেল না? তবে কি এই সরকারের কেউ কেউ অন্য কাজে বেশি ব্যস্ত, নাকি তারা ব্যর্থ।
তিনি আরও বলেন, তরুণদের হাতেই আগামীর ভবিষ্যত। যে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারে, তবে সরকার আর প্রশাসনের সাহায্য নিলে তা হবে হতাশাজনক, যদি অন্য রাজনৈতিক দল নিয়ে ভুল মন্তব্য করে সেটাও গ্রহণযোগ্য হবে না। বিএনপি বিশ্বাস করে জনগনকে নিয়ে নয় জনগণের জন্য রাজনীতি।