ভারতে বিরল রোগের প্রাদুর্ভাব, আক্রান্ত ৭৩

ভারতে বিরল রোগ গিইয়ান বারি সিনড্রোমের (জিবিএস) প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিরল এ রোগে অন্তত ৭৩ জন আক্রান্ত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিরল এ রোগের প্রাদুর্ভাব মহারাষ্ট্রের পুনের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। শুক্রবার পর্যন্ত এ রোগে ৭৩ জন আক্রান্ত হয়েছেন।

পুনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ৪৭ পুরুষ এবং ২৬ নারী রয়েছেন। তাদের মধ্যে ১৪ জনকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

বিভাগ জানিয়েছে, গত সপ্তাহে ২৪ জন আক্রান্ত হওয়ার পর র‌্যাপিড রেসপন্স টিম (আরআরটি) গঠন করা হয়েছে। টিম তাদের শনাক্ত ও চিহ্নিত করে চিকিৎসার ব্যবস্থা করে আসছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ৪৪ জন পুনের গ্রামীণ এলাকার বাসিন্দা। এছাড়া ১১ জন সিটি করপোরেশন এবং ১৫ জন পিম্পরি চিঞ্চওয়ার পৌরসভার বাসিন্দা রয়েছেন। পুনে ছাড়া আশপাশের এলাকায় এ রোগে আক্রান্তদের খোঁজ মিলেছে।

জিবিএস এক ধরনের অটোইমিউন ডিজিজ। দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করলে এর উপসর্গ দেখা দেয়। এ সময় শরীরে নানা ধরনের নিউরোলজিক্যাল জটিলতা দেখা দেয়। এর প্রাথমিক লক্ষণ হলো হাত-পা অসাড় হয়ে যাওয়া। এছাড়া এর ফলে পাসহ শরীরের নিম্নাংশে প্রবল ব্যথা ও দুর্বলতা দেখা দিতে পারে। ক্রমে তা শরীরের অন্য অংশেও ছড়িয়ে পড়ে।

এ রোগে আক্রান্তদের শরীরের পেশি দুর্বল হয়ে পড়ে। এমনকি পেশির সংবেদনশীলতাও নষ্ট হতে পারে। আক্রান্ত হওয়ার কয়েক দিন পর থেকে খাবার খেতে এবং শ্বাস-প্রশ্বাসে জটিলতা দেখা দিতে পারে। এছাড়া পক্ষাঘাত দেখা দিতে পারে।

ব্যাক্টেরিয়া ও ভাইরাসের সংক্রমণ থেকে এ ধরনের জটিলতা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্যাম্পাইলোব্যাক্টের জেজুনি নামের একটি ব্যাক্টেরিয়ার কারণে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। সব বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হতে পারেন। তবে সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে এ রোগ থেকে নিরাময় সম্ভব।

নিউজটি শেয়ার করুন