ক্রিকেটপ্রেমীদের জন্য আকর্ষণীয় এক ঘোষণা এসেছে আইসিসি থেকে। ২০২৪ সালের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে গঠিত আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার প্রকাশিত হয়েছে। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে এই দলে, যেখানে ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, এবং শ্রীলঙ্কার খেলোয়াড়রা জায়গা করে নিয়েছেন।
এবারের একাদশে ভারত থেকে তিনজন খেলোয়াড় জায়গা পেয়েছেন—যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা এবং জসপ্রিত বুমরাহ। অস্ট্রেলিয়া থেকে একমাত্র প্রতিনিধি প্যাট কামিন্স। ইংল্যান্ডের চারজন খেলোয়াড়—বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক এবং জেমি স্মিথ—দলে নিজেদের স্থান নিশ্চিত করেছেন। নিউজিল্যান্ডের পক্ষ থেকে অন্তর্ভুক্ত হয়েছেন কেন উইলিয়ামসন এবং ম্যাট হেনরি। শ্রীলঙ্কার কমিন্ডু মেন্ডিসও দলে জায়গা পেয়েছেন।
চলতি বছরের আইসিসি একাদশে দক্ষিণ আফ্রিকার কোনো খেলোয়াড় অন্তর্ভুক্ত হননি, যদিও তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে।
এই একাদশের সদস্যরা ২০২৪ সালে টেস্ট ক্রিকেটে নিজেদের অনন্য পারফরম্যান্সের মাধ্যমে সাড়া ফেলেছেন। অধিনায়ক প্যাট কামিন্স তার অসাধারণ নেতৃত্বগুণে এবং ধারাবাহিক পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩-১ ব্যবধানে জয়ী করেছেন। দলটি টেস্ট ক্রিকেটের সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত, যারা তাদের জাতীয় দলের হয়ে দারুণ ভূমিকা পালন করেছেন।
Congratulations to the incredibly talented players named in the ICC Men’s Test Team of the Year 2024 pic.twitter.com/0ROskFZUIr
— ICC (@ICC) January 24, 2025
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪
যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কমিন্ডু মেন্ডিস, জেমি স্মিথ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি, এবং জসপ্রিত বুমরাহ।