নাটোরের লালপুরে ট্রাকচাপায় ৩ জন মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার সেকচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এই বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।
নিহতরা হলেন- উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শ্রী শিবেনের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), শ্রী রতনের ছেলে স্বপন (১৯) ও সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)। তারা তিন জনই বন্ধু।
এ বিষয়ে মো. নুরুজ্জামান বলেন, ‘ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ দুইজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন আর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।’