সব লন্ডভন্ড হয়ে গেছে, এখন পুনর্গঠন করতে হবে: তারেক রহমান

দেশের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে, সব লন্ডভন্ড হয়ে গেছে, এখন পুনর্গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ ২০ জানুয়ারি সোমবার বিকাল সোয়া ৫টায় রাজধানীর শুলশানে বিএনপি’র চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি’র ‘প্রাথমিক সদস্যপদ নবায়ন’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে তিনি একথা বলেন।

তারেক রহমান বলেন, আমাদের দলেরও অনেককে হারিয়েছি। দলের ওপরও ঝড় বয়ে গেছে, এখন দলকে পুনর্গঠন করবো। আশা করি, জনগণের সমর্থন পাবো তাহলে দেশকেও পুনর্গঠন করবো। তৃণমূল পর্যায়ের সংগঠিত হতে হবে।

তিনি বলেন, স্বৈরাচারকে যেভাবে ঐক্যবদ্ধভাবে বিতাড়িত করা হয়েছে, সেভাবেই ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করতে হবে। দলকে পুনগর্ঠন করতে হবে যেন আমরা ৩১ দফা বাস্তবায়ন করতে পারি।

এ সময় প্রথমে তারেক রহমান নিজের প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন। পরে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত সকলে নিজ নিজ সদস্যপদ নবায়ন করেন।

নিউজটি শেয়ার করুন