বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ শুরু

সঠিক তথ্যে ভোটার হবো, নির্বাচনে ভোট দিব- এই স্লোগানে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করেছেন সিইসি। এর মধ্য দিয়ে আজ থেকে সারাদেশে শুরু হলো ভোটার তালিকা হালনাগাদের আনুষ্ঠানিক কার্যক্রম।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাভারে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন। সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে এ তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেন সিইসি।

অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজিসহ নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্যে তারা সুষ্ঠ ও নির্ভুল তথ্য নিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনার দিক নির্দেশনা দেন।

এবার ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম নেওয়া নাগরিক এবং বিগত সময়ে যারা হালনাগাদে বাদ পড়েছেন, তাদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবে তথ্য সংগ্রহকারীরা। এজন্য দেশব্যাপী ৬০ হাজার কর্মী কাজ করছেন। আগামী ৫ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই কার্যক্রম।

তালিকা হালনাগাদ এর কাজ শুরু হয়েছে ঝালকাঠিতেও। জেলায় ২৫২ জন তথ্য সংগ্রহকারি এবং ৫৪ জন সুপারভাইজারসহ মোট নিয়োগ দেয়া হয়েছে ৩২৫ জনকে।

নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ এপ্রিল পর্যন্ত। মাঝে তথ্য সংগ্রহ শেষে, ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলা।

নিউজটি শেয়ার করুন