চীনের বেইজিংয়ে অনুষ্ঠেয় বিএফএ সম্মেলনে প্রধান উপদেষ্টার যোগদানের আমন্ত্রণকে কেন্দ্র করে তৈরি হচ্ছে বিনিয়োগ সম্ভাবনা। প্রধান শেয়ারবাজার ডিএসইর মালিকানায় থাকা চীন নতুন বিনিয়োগ করে দেশের অর্থনীতিকে আরও বেগবান করবে এমনটাই প্রত্যাশা বিশেষজ্ঞদের।
চীন এবং বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বহুপাক্ষিক ফোরামে সরকার প্রধান ড. ইউনূসকে নিতে উড়োজাহাজ পাঠাতেও আগ্রহ দেখিয়েছে চীন। আগামী মার্চের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে ২৫ দেশের জোট বিএফএর সম্মেলন। সম্মেলন শেষে প্রেসিডেন্ট শি জিন পিংসহ দেশটির রাজনৈতিক নেতাদের সঙ্গে বাংলাদেশের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে খুলতে পারে বিনিয়োগের দুয়ার।
এদিকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ২৫ শতাংশ শেয়ারের মালিকানায় রয়েছে শেনঝেন-সাংহাই স্টক এক্সচেঞ্জের চীনা কনসোর্টিয়াম।
মঙ্গলবার বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। সেই বৈঠকে ড. ইউনূসের ভবিষ্যৎ চীন সফর নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।