মার্জনা – কবি মোঃ আবু বকর সিদ্দীক

মার্জনা
কবি মোঃ আবু বকর সিদ্দীক

কারো প্রতি নেই রাগ,
নেই কোন আক্রোশ।
ক্ষমা করে দিও সবে,
সবি ছিল আমার দোষ।

ধরা পানি থাকিব না,
চলে যাবো একদিন।
অতীতের ভুল গুলোই,
মন করেছে মলিন।

ছোট থেকে বড় হলাম,
বয়স সবে তেইশ।
শক্তি বা সবল থাকিলেও,
থাকিতে পারে আরো বিশ।

দুনিয়ার মায়ায় পড়ে,
করছি যত উল্লাস।
সময়ের ব্যবধানে,
হব একদিন লাশ।

নিউজটি শেয়ার করুন