মুক্তি পেয়ে ইসরায়েলে পৌঁছেছেন তিন জিম্মি

গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া তিন জিম্মিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কাছে হস্তান্তর করেছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা রেড ক্রস।

এরপর জিম্মিদের গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের কাছে নিয়ে যায় রেডক্রস। সেখান থেকে তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

আজ রবিবার (১৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সংবাদ সংস্থা টাইমস অব ইসরায়েল। মুক্তি পাওয়া জিম্মিরা হলেন রোমি গোনেন, এমিলি দামারি এবং দরোন স্ট্রেইব্রেচার।

এই তিন ইসরায়েলি নাগরিক ৪৭১ দিন পর মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর থেকেও তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, ইসরায়েল সরকার এ তিন নাগরিককে আন্তরিকভাবে গ্রহণ করছে। তাদের পরিবারের সদস্যদের এ খবর জানানো হয়েছে। ইসরায়েল সরকার সব বন্দি এবং নিখোঁজ ব্যক্তিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি রক্ষা করবে।

প্রসঙ্গত, আজ থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। এই যুদ্ধবিরতি চলবে তিন ধাপে। প্রথম ধাপের যুদ্ধবিরতি চলবে ৪২ দিন। এই সময়ে ৩৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস। অপরদিকে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে তাদের কারাগার থেকে ছেড়ে দেবে। প্রথম ধাপ চলার সময় দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা হবে।

নিউজটি শেয়ার করুন