সামনের নির্বাচন এত সোজা হবে না আর জনগণের পাশে না থাকলে পরে কিন্তু আফসোস করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাধ্য হয়ে তিনি দেশের বাইরে আছেন বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে সকালে জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর বিকেলে ছিল আলোচনা সভা। রাজধানীতে এই আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে মানুষের ভালবাসা পেয়েছিলেন, সেরকম একটা কিছু করা দরকার আমাদের। এই ১৫ বছরের নির্যাতন ভুলে না গিয়ে থাকলে অনুপ্রবেশকারীদের ঢুকতে দেয়া উচিত না। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, আপনারা বিভ্রান্ত হবেন না, বিভ্রান্তমূলক কাজ করবেন না। নির্বাচনের পর যদি অন্য কেউ সরকার গঠন করে, বিএনপি নেতাকর্মীরা ভাল থাকবে না, জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের জন্যও ভাল হবে না। তাই মানুষের কাছে যেতে হবে।
তারেক রহমান বলেন, আমাদের কাছে উদাহরণ আছে, জনগণ ক্ষিপ্ত হলে কীভাবে স্বৈরাচার বিদায় করে। কাজেই দিনশেষ জনগণ, তাই সত্যিকারভাবে জনগণের সমর্থন আদায় করতে হবে। জনগণ মুখ ফিরিয়ে নিলে আমাদের কোন উপায় নেই। সামনের নির্বাচন এত সোজা হবে না। জনগণ ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে। জনগণের পাশে না থাকলে পরে কিন্তু আফসোস করতে হবে। আসুন জনগণের পাশে থাকি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাধ্য হয়ে দেশের বাইরে আছি। গণতান্ত্রিক দেশের কথা আসলেই ব্রিটেনের নাম উঠে আসে। এর মূল কারণ এখানে ভোটের অধিকার আর জবাবদিহিতা নিশ্চিত। আমাদের একটি ব্যাপারে সবাইকে এক জায়গায় আসতে হবে। সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে আইন-কানুন মেনে ভোট হতে হবে। ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে। সরকার জাবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই জনগণের সমস্যার সমাধান করা সম্ভব।
তিনি আরও বলেন, আজকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই দোয়া করছেন। কিন্তু তিনি সবচেয়ে খুশি হবে, যখন মানুষ বিএনপিকে সমর্থন দিবে। আজকের দিনে জনগণের পাশে থাকা হোক আমাদের শপথ।