রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চুড়ান্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনের দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেছেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোন বিরোধ নেই, দুটি একসাথে চলতে পারে। জন্মবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ’সব কথা বলেন।