দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা উচিত: মির্জা ফখরুল

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত বাড়াবাড়ি। এসব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৮ জানুয়ারি) গুলশান বিএনপির চেয়ারপার্সন এর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নতুনভাবে ভ্যাট আরোপ সাধারণ মানুষের মাঝে চরমভাবে দুর্দশা সৃষ্টি করেছে।

ভ্যাটের হার না বাড়িয়ে ভ্যাটের আওতায় বাড়ানোর দাবি জানান তিনি। একইসঙ্গে সাধারণ মানুষের উপর কর-ভ্যাট প্রত্যাহার করার আহ্বান জানান তিনি।

ইদানিং নতুন করে তদবির বাণিজ্য শুরু হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

নিউজটি শেয়ার করুন