আওয়ামী লীগ সরকারের সময় অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করার কারণে গুম ও রিমান্ডে নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি জেল খাটতে হয়েছিল বলে জানিয়েছেন সে সময়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সদস্য আকরাম হোসেন। চ্যানেল আইকে তিনি জানান, বুয়েটের আবরার ফাহাদ হত্যা ও ২ হাজার একুশে নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদের কারণে তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে মাশরুর শাকিলের শনিবারের বিশেষ প্রতিবেদনে আজ থাকছে বৈষম্যবিরোধী আন্দোলনের লিয়াজোঁ কমিটির অন্যতম সদস্য আকরাম হোসাইনের কথা।