পরিযায়ী পাখির কলতানে মুখর দেশের বিভিন্ন অঞ্চল

শীত এলেই পরিযায়ী পাখির কলতানে মুখরিত হয় দেশের বিভিন্ন অঞ্চল উত্তর গোলার্ধ থেকে উষ্ণতার খোঁজে ছুটে আসে হাজারো পরিযায়ী পখি। এসব পাখির আগমনে দেশে স্থানীয় জীববৈচিত্র্য ও সংস্কৃতিতে যোগ হয়েছে নতুন মাত্রা।

প্রতিবছর শীতের শুরুতেই বাংলার প্রকৃতিতে যোগ হয় পরিযায়ী পাখির মুগ্ধতা। লক্ষ্মীপুরের উপকূল, নড়াইলের বিল আর ঠাকুরগাঁওয়ের জলাশয়, এই তিন জেলায় জমে ওঠে পাখিদের রঙিন মেলা।

শীত মৌসুমে লক্ষ্মীপুরে উত্তর জয়পুরের জনেস্বর দিঘীতে দেখা মেলে গাংচিল, বালিহাঁস আর শামুকখোলের ঝাঁক।  প্রতিদিন ভোর হতেই ঝাঁক বেঁধে পাখিদের কিচির মিচির শব্দের পুরো এলাকা মুখর হয়ে উঠে। দিঘীতে পাখির জলকেলির নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসে পাখিপ্রেমীরা।

নড়াইলের মধুমতি নদী আর বিলগুলোতে শীতকালে চখাচখি, সরালি আর লালশির পাখি গানে তৈরী হয় এক ছন্দময় পরিবেশ। তবে, শিকারিদের কারণে এদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনাও ঘটে।

ঠাকুরগাঁওয়ের জলাশয়গুলোও শীতকালে পাখিদের কলরবে মুখরিত থাকে। উপজেলার রামরাই দীঘির পাড়ে দলে দলে আসে বক, ডাহুক, আর কালেম পাখি। তবে এই অঞ্চলে শিল্পায়নের কারণে দিন দিন পাখিদের বাসস্থান সংকট তৈরি হচ্ছে।

এসব পাখির নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস জেলা প্রশাসকের।

দেশজুড়ে পরিযায়ী পাখিদের সমাগম বাংলার শীতকালীন প্রকৃতিকে আরও রঙিন করে তোলে। তাই পরিবেশ রক্ষা ও পাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের উদ্যেগ ও জনসচেতনতা জরুরী।

নিউজটি শেয়ার করুন