লিভার, কিডনি ও হার্টসহ বিভিন্ন জটিলতা মাথায় রেখেই বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, কিছুটা পরিবর্তন এনে বেগম জিয়ার সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। স্বাস্থ্য ও বয়স বিবেচনা করেই পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ৬ দিন পার হয়েছে। গত ৮ জানুয়ারি হাসপাতালে ভর্তি হওয়ার পর পরিবারকে কাছে পেয়ে মানসিকভাবে অনেকটাই চাঙ্গা বেগম জিয়া। সবধরনের পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি চলছে ফিজিও থেরাপিও।
চিকিৎসকরা মনে করছেন, বিভিন্ন দিক বিবেচনা করেই পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নিতে হবে।
চিকিৎসকরা জানিয়েছেন, আগের চেয়ে অনেকটাই ভাল আছেন সাবেক প্রধানমন্ত্রী। তবে সবধরনের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পরই চিকিৎসার প্রক্রিয়া চূড়ান্ত হবে।
এদিকে বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট আগামী শুক্রবারের (১৭ জানুয়ারির) মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গতকাল চিকিৎসার অগ্রগতি প্রসঙ্গে তিনি সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার ক্রনিক লিভার ডিজিস, ক্রনিক কিডনি ডিজিস ও হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও সম্পন্ন হয়নি। এগুলো সম্পন্ন হতে আগামী শুক্রবার পর্যন্ত লাগতে পারে। এরপর এখানকার ডাক্তাররা পরবর্তী চিকিৎসা নিয়ে পরিকল্পনা করবেন।