দুয়ারের টাকা উত্তোলন স্থগিত: বিএসইসি চেয়ারম্যানের ছুটি!

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের প্রক্রিয়ায় থাকা দুয়ার সার্ভিসের সাবস্ক্রিপশন স্থগিত করেছে কমিশন। এছাড়া কোম্পানির সার্বিক বিষয়ে খতিয়ে দেখতে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। অন্যদিকে বিএসইসি চেয়ারম্যানের ছুটিতে যাওয়া নিয়ে শেয়ারবাজারে তৈরি হয়েছে চাঞ্চল্য।

এসএমই প্লাটফর্ম থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) সাবস্ক্রিপশন স্থগিতের পাশাপাশি গঠন করা হয়েছে তদন্ত কমিটি। কোম্পানির সঙ্গে বিভিন্ন গ্রাহকের সেবা প্রদান সংক্রান্ত চুক্তি, কোম্পানির আয় ও মুনাফা সংক্রান্ত বিষয়ে সন্দেহ সৃষ্টি হওয়ায় অর্থ উত্তোলন স্থগিত করা হয়।

মঙ্গলবার স্থগিত করা দুয়ারের কিউআইও অনুমোদন দেওয়া হয় গেল বছরের ৯ জুন। চলতি কমিশনের আমলে মূলধন উত্তোলনের জন্য ৫ ডিসেম্বর সম্মতিপত্র প্রদান করা হলেও আগামী ১৯ জানুয়ারি থেকে আর হচ্ছে না সাবস্ক্রিপশন।

এদিকে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ আগামী ২১ জানুয়ারি থেকে ১৫ দিনের জন্য মালয়েশিয়ায় ছুটিতে যাচ্ছেন। পারিবারিক ইস্যুতে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বাইরে থাকলেও পুঁজিবাজারে এ নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য।

শেয়ারবাজারে বেশকিছু ইস্যু নিয়ে কারসাজির ঘটনা ঘটলেও নিশ্চুপ ভূমিকায় বিএসইসি। তারওপর খন্দকার রাশেদ মাকসুদ দায়িত্ব থাকাকালীন যে জরিমানা আতঙ্ক বিরাজ করতো তা আর থাকছে না। এতে অনেকটা খোলামনেই অনেকে শেয়ারবাজারে ব্যবসা করতে পারবেন-এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে মঙ্গলবার দিনের শুরুটা ভালো হলেও শেষ কেটেছে মন্দায়। সূচকের সামান্য পতনে বেড়েছে বেশিরভাগ শেয়ার দর ও মূলধন। তবে দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব।

নিউজটি শেয়ার করুন