বিএনপির সিনিয়র যুগ্ম সচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ক্ষমতা রক্ষা করার জন্য শেখ হাসিনা শুধু ভারতকে সমীহ করতো। ভারতের স্বার্থের কারণে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছে। এর বিনিময়ে অনেক গোপন চুক্তি হয়েছে। এই দেশের ভালো মন্দ নির্ধারণের দায়িত্ব একমাত্র জনগণের। অন্য কোন দেশের না। এদেশ কিভাবে চলবে, তার নীতিমালা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে গরীর নগওদা পাড়ায় অবস্থিত শহীদ জিয়া শিশু পার্ক এলাকায় শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
শেখ হাসিনারসহ তার পরিবার ও দলের নেতাদের দুর্নীতির চিত্র তুলে ধরে রিজভী বলেন, আওয়ামী লীগের গণতন্ত্র মানে-ভোটাররা ভোট দিতে যাবে না, দিনের ভোট রাতে হবে। শেখ হাসিনার গণতন্ত্র হচ্ছে নির্বানের সময় বিরোধীদলের সবাইকে জেলে পুরে রাখা। ভয়ঙ্কর দুর্নীতিরবাজ ছিলেন শেখ হাসিনা।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে আহ্বান জানান রুহুল কবীর রিজভী।
রিজভী বলেন, জাতীয় সংসদ, সংবিধান, পুলিশ প্রশাসন ও জনপ্রশাসনসহ সবকিছুতে সংস্কারের প্রয়োজন। তবে শুধু এটা নিয়ে তর্কবিতর্কের মধ্যে থাকলে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত পিছিয়ে পড়বে।