‘বিএনপির সাথে জামায়াতে ইসলামীর কোন দ্বন্দ্ব নেই’

বিএনপির সাথে জামায়াতে ইসলামীর কোন দ্বন্দ্ব নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

আজ সোমবার (১৩ জানুয়ারি) সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

এসময় ব্রাজিলের রাষ্ট্রদূতকে বাংলাদেশে বড় বিনিয়োগের আহ্বান জানান তিনি। একই সাথে দুই দেশের বাণিজ্য কিভাবে আরও বাড়ানো যায় এবং আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার বিষয়েও কথা হয়েছে বলে জানান তিনি।

বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক বিষয় নিয়েও কথা বলেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

নিউজটি শেয়ার করুন