বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের দিনের চেয়ে উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফিজিওথেরাপি নেয়ার পর বেগম জিয়া ভাল অনুভব করছেন, নিজে নিজে হেঁটেছেনও।
হাসপাতালে পরিবার-পরিজনের সহচর্য আর বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা দিন দিন স্থিতিশীল হচ্ছে। শুধু পরিবারের সদস্যরাই নয় বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসার সবধরনের খোঁজ খবর রাখছেন দলের নেতা-কর্মীরাও।
পরিবার-পরিজন নিয়ে সুন্দর সময় পার করছেন বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিক হাসপাতালে খালেদা জিয়ার জন্য প্রতিদিনই নিজ হাতে খাবার নিয়ে আসেন ছেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সহধর্মিণী ডা.জুবাইদা রহমান।
তার চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন সবগুলো টেস্টের রিপোর্ট পাওয়ার পর বাংলাদেশের মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যপারে সিদ্ধান্ত নেবেন লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকরা।