শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে যা বললেন কংগ্রেস নেতা

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জন্য অনেক কিছু করেছেন উল্লেখ করে ভারতের সাবেক কূটনীতিক, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার বলেছেন, শেখ হাসিনার যতদিন ইচ্ছা ভারতে থাকতে দেয়া উচিত। সেটা জীবনের শেষদিন পর্যন্তও হতে পারে। তাকে থাকতে দেওয়া উচিত।

রোববার (১২ জানুয়ারি) ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদনে বলা হয়, ১৬তম এপিজে কলকাতা সাহিত্য উৎসবের ফাঁকে এক সাক্ষাৎকারে আইয়ার এসব কথা বলেন।

এসময় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী গত মাসে ঢাকায় গিয়ে সেখানকার কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন বলে আনন্দ প্রকাশ করেন মণি শংকর আইয়ার। তিনি বলেন, এই আলোচনা ধারাবাহিক হওয়া উচিত এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দিল্লির মন্ত্রী পর্যায়ের যোগাযোগ স্থাপন করা উচিত।

হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের দাবি সম্পর্কে তিনি বলেন, আমি আশা করি আমরা কখনই দ্বিমত পোষণ করব না যে শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো করেছেন। আমি খুশি যে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। আমি মনে করি, যতদিন তিনি চান, আমাদের উচিত তাকে আশ্রয় দেওয়া, এমনকি সারা জীবনের জন্যও।

৫ আগস্ট ছাত্র-নেতৃত্বাধীন গণ-বিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মাধ্যমে তার ১৬ বছরের শাসনের পতন ঘটে। তখন থেকে ৭৭ বছর বয়সী শেখ হাসিনা ৫ ভারতে বসবাস করছেন।

কংগ্রেস নেতা বলেন, এটা সত্য যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, তবে যেভাবে প্রচার হচ্ছে সেভাবে না। বেশিরভাগ ক্ষেত্রেই হাসিনার সমর্থকদের উপর আক্রমণ হচ্ছে।

তিনি বলেন, তারা (হিন্দুদের উপর আক্রমণের প্রতিবেদন) সত্য কিন্তু অতিরঞ্জিত, কারণ অনেক সংঘাত রাজনৈতিক মতপার্থক্য নিরসনের বিষয়েই বেশি।

নিউজটি শেয়ার করুন