খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে, পরিবারের সঙ্গে কাটাচ্ছেন হাসিখুশি সময়

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা আগামী সোমবার হতে পারে। তবে এখন তার কিছু রিপোর্ট পর্যালোচনা করে সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেগম জিয়া তার পরিবারের সদস্যদের সাথে বেশ হাসিখুশি সময় কাটাচ্ছেন বলেও জানা যাচ্ছে।

শনিবার (১১ জানুয়ারি) চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সূত্রে এসব তথ্য জানা যায়।

জাহিদ হোসেন এখন লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক দলের সঙ্গে রয়েছেন। তিনি বলেন, ইতোমধ্যে দ্য ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লন্ডন সূত্রে জানা গেছে, বেগম জিয়া তার পরিবারের সদস্যদের সাথে বেশ হাসিখুশি সময় কাটাচ্ছেন। শুক্রবার তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ক্লিনিকে মায়ের সাথে দীর্ঘ সময় কাটান।

দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন। দুই দিনের সাপ্তাহিক ছুটির পর সোমবার সেসব পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক জাহিদ হোসেন।

উল্লেখ্য, ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। ওই দিনই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করানো হয়। এই হাসপাতালে তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীন চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন