ফরিদপুরের সালথার অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে শীত বস্ত্র “কম্বল” বিতরণ করেছে বাংলাদেশ মানব কল্যাণ ফোরাম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার (১১জানুয়ারি) দুপুরে উপজেলা মডেল মসজিদের হলরুমে দেড় শতাধিক অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে এসব কম্বল বিতরণ করেন সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।
সালথা উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতী রবিউল আলমের সভাপতিত্বে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন, বাংলাদেশ মানব কল্যাণ ফোরামের সভাপতি মাওলানা মাসউদুর রহমান।
এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুফতি জসিমউদ্দিন, দপ্তর সম্পাদক মুফতি নাজমুল হাসান, মুফতি লুৎফর রহমান, মুফতি সালাহ উদ্দিন আইয়ুবী, মুফতি নিসারুদ্দীন, মাওঃ জিনাতুল ইসলাম, মাওঃ রুহুল আমিন, মুফতি রবিউল ইসলাম, মাওঃ ওয়াহিদুজ্জামান প্রমুখ।