জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াঁজো কমিটি।
শুক্রবার (১০ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান অংশ নেন। বৈঠকে সমমনা জোটের ১০ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
আগামী নির্বাচন, রাজনৈতিক কর্মসূচিসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলো সঙ্গে ঐক্য চায় বিএনপি। জামায়াতে ইসলামীর সঙ্গেও দলটির কোন দূরত্ব নেই বলেও দাবি করেন তিনি।
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দ্রুত জাতীয় নির্বাচন হলেই দেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে।