বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ সারাদেশের ২ হাজার ৪শ’ ২৯ জনকে গুম ও ক্রসফায়ারের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো অভিযোগ দাখিল করেছে বিএনপি। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। গুম সেলের সমন্বয়ক মোহাম্মদ সালাহউদ্দিন খান বলেছেন, ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতেই এই অভিযোগ দায়ের হলো।