দেশজুড়ে শীতকালীন সবজি চাষে ফিরেছে স্বস্তি

চলতি মৌসুমে দেশের নড়াইল, নরসিংদীসহ কয়েকটি জেলায় আগাম শীতকালীন সবজি চাষে লাভবান হচ্ছে কৃষকেরা, অন্যদিকে লাগামহীন দ্রব্যমূল্যের বাজারে জনমনে ফিরেছে স্বস্তি।

চলতি বছরে শীতের শুরুতেই নড়াইলে, আগাম শীতকালীন সবজির সমারোহে মাঠ-বাজার। বাজারে চাহিদা বেশী। বাড়তি লাভের আশায়, শীতকালীন সবজিরে উৎপাদনে ব্যস্ত কৃষকেরা।

একই জমিতে আগাম ও নাবী জাতের সবজির উৎপাদন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। আগাম শীতকালীন সবজিতে খরচ বেশি হলেও বেশি লাভ পাওয়ায় খুশি সবজি চাষীরা।

দেশজুড়ে শীতকালীন সবজি চাষে ফিরেছে স্বস্তি:

এবছর রেকর্ড পরিমাণ জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

পৌষের শেষে শীতের দাপট বাড়লেও সবজির উৎপাদন বেড়েছে তাই স্বস্তি ফিরছে নরসিংদীর কাঁচাবাজারে। মাচাভরা ফুলকপি, লাউ, বেগুনসহ নানা জাতের সবজির পসরা। কৃষকেরা সবকিছু সাজিয়ে বাজারে তুলেছে।

আগাম শীতকালীন সবজি কয়েকটি জেলায় ভালো উৎপাদন হয়েছে। বাজার গুলোতে সবজির বাহার। কিটনাশক ও সারের দাম কমলে আরো লাভে আশাবাদী সবজি বিক্রেতারা।

পদত্যাগ করছেন বিএসইসি চেয়ারম্যান?