চট্টগ্রামে চালু হলো কেএফসির আরও দুই আউটলেট

২০০৬ সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে গ্লোবাল ব্র্যান্ড কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম ফুডস লিমিটেড। বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের ১২টি শহরে কেএফসি স্টোরের মাধ্যমে ফিঙ্গার লিকিং গুড খাবার পরিবেশন করে আসছে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি চট্টগ্রামে আরও দুটি নতুন স্থানে (মোমিন রোড, জামাল খান এবং বালি আর্কেড, চকবাজার) নতুন আউটলেট চালু করা হয়েছে।

চট্টগ্রামে চালু হলো কেএফসির আরও দুই আউটলেট:

আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে সঙ্গে ছিল কেএফসি স্বপ্নের পাঠশালার পথশিশুরা, যাদের পরিবেশন করা হয়েছিল মজাদার ফিঙ্গার লিকিং গুড মিল। শিশুদের উপস্থিতি মুহূর্তটিকে আনন্দদায়ক ও স্মরণীয় করে তুলেছিল।

ক্রেতারা উভয় স্টোরে ডাইন-ইন, টেক এওয়ে, কল ফর ডেলিভারি ওয়েবসাইট ও KFC APP অর্ডারের মাধ্যমে কেএফসির ফিঙ্গার লিকিং গুড ফুড উপভোগ করতে পারবেন।

ট্রান্সকম ফুডস লিমিটেড যুক্তরাষ্ট্রের কেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিং লাইসেন্সের অধীনে পরিচালিত।

২ টাকায় ফুলকপি, ৩ টাকা কেজি মুলা, তবুও নেই ক্রেতা

নিউজটি শেয়ার করুন