২ টাকার ফুল কপি ঢাকায় এসে ৩০ টাকা

কৃষক যে ফুলকপি বিক্রি করছেন মাত্র ২ টাকায়, ঢাকায় শুক্রবার সাধারণ মানুষ কিনছেন তা ৩০ টাকায়। ন্যায্য দাম না পেয়ে কৃষক লোকসানে। অন্যদিকে, হাত বদলের কারণে সাধারণ মানুষের পাতে তুলতে দিতে হচ্ছে কয়েকগুন বেশি দাম। এদিকে, সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দাম। চড়া মুরগির দামও।

শীত ডেকে আনা ফুলকপি। বাজারে পিস হিসাবে বিক্রি হলেও, কোথাও কোথাও কেনাবেচা হয় কেজিতে। বগুড়ায় কপির ক্রেতা নেই, কৃষক লোকসান দিয়ে বিক্রি করছেন ২ থেকে ৩ টাকায়।

তবে, বগুড়ার দাম শুনে ঢাকায় কিনতে হলে বিপত্তিতে পড়তে হবে। ঢাকায় প্রতি পিস কপির দাম ২০ থেকে ৩০ টাকা। হাত বদলায়, ফুল কপি কিংবা মূলাসহ সব সবজির দাম বাড়ে। কৃষক ও সাধারণ মানুষ দুপক্ষই ঠকছেন।

বাজারে এসে চড়া দামে কিনতে হচ্ছে মুরগির। ব্রয়লার কিংবা সোনালী দুই জাতের মুরগির দাম চড়া। ব্রয়লার ২১০ থেকে ২২০। অবশ্য, কয়েক সপ্তাহ থেকেই ২শ টাকার ওপরে ব্রয়লার। আর সোনালীর দাম বেড়েছে দুই সপ্তাহ।

পেয়াজের দাম কেজিতে ৫ টাকার ওপর বেড়েছে। খুচরা পর্যায়ে মুড়িকাটা নতুন পেঁয়াজের দাম ৫৫ থেকে ৬৫ টাকা। গত সপ্তাহে ছিলো ৫০/৫৫ টাকা। শীতের কারণে পেঁয়াজ জমি থেকে তোলা হচ্ছে কম, দাম বাড়ার কারণ বলা হচ্ছে যা।

দেশি পুরনো পেয়াঁজ বাজারে নেই বললেই চলে। যা আছে, তার কেজি অবশ্য একশো টাকার কাছাকাছি।

নিউজটি শেয়ার করুন