বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক তর্ক বিতর্কের কারণে আওযামী লীগের দুবৃত্তায়ন আর চুরি লুটপাটের খবর নিচে পড়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিএনপির মহাসচিব এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিদ্যুৎ খাতের দুর্নীতি পূনঃমূল্যায়ন করা হবে।
দেশপ্রেমিক নেতাদের দূরে সরিয়ে রাখতে নতুন করে চক্রান্ত চলছে বলেও এসময় মন্তব্য করেন তিনি।
সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির আশা প্রশাসন সংস্কারসহ ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। যে সংকট তৈরি হয়েছে তার একমাত্র সমাধান নির্বাচন।’