যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১০

মার্কিন যুক্তরাষ্ট্রের লুইসিয়ানার নিউ অরলিন্স শহরে ইংরেজি নতুন বছরের প্রথম দিন রাস্তায় ঝড়লো রক্ত। বুধবার (১ জানুয়ারি) একটি জনবহুল এলাকায় সমাগমের ওপর উঠে গেল গাড়ি। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অনেকে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নববর্ষের উদযাপনের সময় নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটের সঙ্গে সেখানকার একটি খালের সংযোগস্থলে এই গাড়িচাপার ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে নিউ অরলিন্সের জরুরি প্রস্তুতি কর্মসূচি নোলা রেডি বলেছে, ‘‘শহরের অষ্টম ডিস্ট্রিক্টের খাল ও বোরবন স্ট্রিটের সংযোগস্থলে বিশাল ভিড়ের মাঝে গাড়িচাপায় ব্যাপক হতাহতের ঘটনায় কাজ করছে তারা। ঘটনাস্থলে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।’’

যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১০:

আহতদের অন্তত পাঁচটি ভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে নোলা রেডি। এর আগে, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মাঝে একটি ট্রাক প্রচণ্ড গতিতে তুলে দেওয়া হয়েছে। পরে ট্রাকটির চালক নেমে এসে এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এই ঘটনায় পুলিশও পাল্টা গুলি ছুড়েছে।

আহতদের অন্তত পাঁচটি ভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে নোলা রেডি। এর আগে, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মাঝে একটি ট্রাক প্রচণ্ড গতিতে তুলে দেওয়া হয়েছে। পরে ট্রাকটির চালক নেমে এসে এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এই ঘটনায় পুলিশও পাল্টা গুলি ছুড়েছে।

বুধবার কখন এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। তবে ফ্রেঞ্চ কোয়ার্টার নামে পরিচিত জনপ্রিয় ওই পর্যটক এলাকায় খ্রিষ্টীয় নতুন বছর উদযাপনে প্রচুর মানুষের সমাগম ঘটেছিল।

লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, আজ সকালে বোরবন স্ট্রিটে একটি ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। তিনি ভুক্তভোগী ও জরুরি কর্মীদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

শেয়ার কারসাজি: ২৮ কোম্পানিতে নি:স্ব বিনিয়োগকারী
নিউজটি শেয়ার করুন