বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী করেছে মাগুরা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার সকালে জেলা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা বিশাল একটি র্যালী বের করে শহর প্রদক্ষিণ করে । এসময় জেলা ছাত্রদলের সাবেক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মাগুরায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী:
এছাড়াও বিএনপি ও ,যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে আনন্দ মিছিল ও র্যালীতে অংশগ্রহণ করে । পরে জেলা বিএনপির পার্টি অফিসের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদল নেতা শফিকুল ইসলাম বলেন , বাংলাদেশ এমন একটি শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবে যা যেকোনো দেশকে আমরা চ্যালেঞ্জ করতে পারি এজন্য ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে।