বেক্সিমকো থেকে সালমান পরিবারের বিদায়

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং চলমান পরিস্থিতি উত্তোরণে এ সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এতে গ্রুপ পরিচালনার নিয়ন্ত্রণ হারাচ্ছেন সালমান গ্রুপ।

দেশের অর্থনীতি থেকে শুরু করে শেয়ারবাজারে বেক্সিমকো গ্রুপের রয়েছে ব্যাপক প্রভাব। সরকার পতনের পর গ্রুপের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের কারাগারে অবস্থান ও তার পরিবারের সদস্যদের স্বশরীরে দায়িত্ব গ্রহণ না করায় গোটা গ্রুপে পড়ে নেতিবাচক প্রভাব। উৎপাদন বন্ধ থাকায় শ্রমিক-কর্মচারী, বিনিয়োগকারী, পাওনাদাররা পড়ে যান বিপাকে। তাই এ পরিস্থিতি থেকে উত্তোরণে স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার জারি করা বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেক্সিমকো গ্রুপের কোম্পানিতে নিয়োগকৃত স্বতন্ত্র পরিচালকরা দায়িত্ব পালন করবেন আগামী ৩ বছর। বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে ৯ জন ও শাইনপুকুর সিরামিকসে ৭ জন দায়িত্ব পালন করবেন।

কি হবে বেক্সিমকো গ্রুপের ভবিষ্যত? চলমান সংকট মোকাবেলা করে কোম্পানিগুলো চলবে নাকি সালমান এফ রহমান, তার ভাই এবং পরিবারের অন্যান্য সদস্য ছাড়া অদৃশ্য কোন শক্তির কাছে হেরে যাবে সেটিই দেখার অপেক্ষায় সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন