বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। ভোটের মাধ্যমে জনগণের সরকার ফিরে আসবে।
বুধবার (১ জানুয়ারি) তিনি এই কথা বলেন।
মঈন খান বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। সংস্কার থেমে থাকবে না। আগে সংস্কার পরে নির্বাচন কিংবা আগে নির্বাচন পরে সংস্কার কোন অর্থবহ কথা নয়।
তিনি আরও বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে সংস্কার চলবে। দেশের মানুষ ভোট দিতে চায়। নির্বাচনের জন্য অত্যাবশকীয় সংস্কার করতে হবে। সমন্বয়ের মাধ্যমে অতি প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি চলবে।
তিনি বলেন, জুলাই-আগস্ট এর আন্দোলন ছিল গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির আন্দোলন।