ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক যুবক নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একজন যুবক নিহতের সংবাদ পাওয়া গেছে। নিহত যুবক জসিম আহমেদ ইমন (৩৫) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেলনা গ্রামের জাহাঙ্গীর মোড়লের পুত্র।

রবিবার(২৯ ডিসেম্বর) দিবাগত রাত পৌঁনে ১ টার দিকে ওমানের সালাসাহ সানুথ রোডে প্রাইভেট কার চালিয়ে পাহাড়ে উঠার সময় ঘন কুয়াশার কারনে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

পরিবার সূত্রে জানা গেছে, জসিম আহমেদ ইমন জীবিকার তাগিদে দীর্ঘদিন যাবৎ প্রবাসে অবস্থান করছেন। তিনি সেখানে গাড়ি চালানোর কাজ করতেন। রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে প্রাইভেট কার চালানোর সময় কুয়াশার কারনে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের স্থাপনায় ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদে বেলনার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

দেশটির প্রাতিষ্ঠানিক কার্যক্রম শেষে নিহতের মরদেহ দেশে আনা হবে। মৃত্যুকালে জসিম বাবা-মা, দুই বোন, এক ভাই, স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন