জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এরা সন্ত্রাসী দল। ক্ষমতায় থাকলেও হত্যা করে, না থাকলেও হত্যা করে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস, চাঁদাবাজিমুক্ত করতে হবে জানিয়ে বিগত সরকার সম্পর্কে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির।
তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের কথা জাতি কখনো ভুলবে না। ফ্যাসিস্ট নেত্রী লগি-বইঠা নিয়ে হামলার নির্দেশ দিয়েছিলেন। আওয়ামী লীগ আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে তার বিচার বাংলার মানুষ দেখতে চায়।
এর আগে সকাল ৮টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় শিবিরের সম্মেলন। দীর্ঘ ১৪ বছর পর প্রকাশ্যে এমন সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সারাদেশ থেকে আসা দলটির শপথধারী সাত হাজার সদস্য ও জামায়াতের শীর্ষ নেতাসহ ছাত্র সংগঠনের প্রতিনিধি ও বিশ্বের বিভিন্ন দেশের ছাত্র প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।