‘প্রজাতন্ত্রের কর্মচারীদের মনে রাখতে হবে তারা জনগণের প্রভু নয়’

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের মনে রাখতে হবে তারা জনগণের প্রভু নয়, বরং জনগণের কষ্টার্জিত করের টাকায় তাদের বেতন-ভাতাদিসহ সব সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। এজন্য তারা দেশের জনসাধারণের এক একজন সেবক। ভোগ নয়, ত্যাগ ও সেবার মনোভাব নিয়ে সরকারি চাকরিতে এসে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করা উচিত, যা ছাত্র-জনতা কর্তৃক সংঘটিত জুলাই আন্দোলনের প্রত্যাশা।

সোমবার (৩০ ডিসেম্বর) ভূমি ভবন সেমিনার হলে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (ডিএলআরএস) কর্তৃক আয়োজিত নব যোগদানকৃত কর্মচারীদের এক ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডিএলআরএস মহাপরিচালক মহ. মনিরুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক মো. মোমিনুর রশীদও বক্তব্য দেন।

ভূমি সিনিয়র সচিব বলেন, ডিএলআরএস একটি জন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি ভূমির মালিকানা ও মালিকানার ওপর ভিত্তি করে ম্যাপ তৈরির উদ্দেশ্যে নির্দিষ্ট সময় পর পর সরকার প্রদত্ত জরিপ কাজ পরিচালনা করে থাকে। এজন্য এ প্রতিষ্ঠানের সবপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উল্লেখযোগ্য দায়িত্ব ও কর্তব্য রয়েছে।

তিনি নবীন কর্মচারীদের ব্যাপকভাবে যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, এতে করে জুলাই বিপ্লবের ফসল বর্তমান অন্তর্বর্তী সরকারের জনবান্ধব ভূমি সেবাদান পরিকল্পনা সফল ও সার্থক হবে।

পরে ভূমি সিনিয়র সচিব মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ৬৩তম টিম সভা ও চলমান অনলাইনসহ অন্যান্য ভূমি সেবা কার্যক্রম সংক্রান্ত এক পর্যালোচনা সভায় সভাপতি হিসেবে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন