জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সমাজের ভণ্ডদের পরিচয় করিয়ে দেওয়া উচিত। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সরকারি কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন কোনো সচেতন মুসলমান কোনো ধরনের দুষ্কর্ম করতে পারে না। তিনি আরো বলেন, তারা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান। যে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজ থাকবে না। মানুষ যার যার সম্মান ও মর্যাদা নিয়ে বসবাস করবে। সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ড. এনামুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সহসভাপতি মোহাম্মদ রাশেদুন নবী এবং অন্যরা।