সীমান্তে যেকোন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে.জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রয়েছে, যেকোন পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।’

আজ সোমবার (৩০ ডিসেম্বর) কক্সবাজারের টেকনাফ সীমান্ত পরিদর্শন শেষে মিয়ানমারের আরকান আর্মি মংডু দখলের পর সীমান্ত পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যার বিভিন্ন দিক তুলে ধরে দমদমিয়া বিএডব্লিউটিএ ঘাট এলাকায় স্বরাষ্ট্র উপদেষ্টা এক প্রেস বিফ্রিংয়ে এসব কথা বলেন।

লে.জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘মাদক শুধু টেকনাফের সমস্য নয়, এটা পুরো দেশের সমস্যা। ব্যাপক আকারে মাদক বন্ধে সোচ্চার হবে। পাশাপাশি  মসজিদে  জুম্মার খুতবায় যেন মাদকের কুফল সম্পর্কে অবহিত করার অনুরোধ করা হয়।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মিয়ানমারে সৃষ্ট সমস্যার কারণে নতুন করে ৫০ থেকে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের রেজিষ্ট্রেশনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত না হলেও খাদ্য পন্য ঠিকঠাক মতো পাচ্ছে।’

মাদকের জন্য টেকনাফ খ্যাত উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘মাদকের জন্য বাংলাদেশে মি. বদিও বিখ্যাত ছিলেন। কিন্তু মাদক অনেক আগের সমস্যা। তবে মাদক রোধ করতে হবে সবার সহযোগিতা দরকার। কারণ এটা শুধু আইন দিয়ে সমাধান করা সম্ভব না। সীমান্তে সব পরিস্থিতি সমাধান হয়ে গেলে নাফ নদে মাছ শিকারসহ শাহপরীর দ্বীপে করিডোর খুলে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘সীমান্ত বাহিনীর অগোচরে ৬০ হাজার রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশ করেছে। সব বাহিনীর অক্লান্ত পরিশ্রমের ফাঁকি দিয়ে কিছু বাংলাদেশি অসাধু দালালচক্র মরিয়া হয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ করাচ্ছে। এ দালাল চক্রকে প্রতিহত করতে সবার সহযোগিতা দরকার। না হলে এরা ভয়ংকর হয়ে উঠবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতিসংঘের প্রধান সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বিশ্বের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন। পরিস্থিতি যাই হোক অবৈধ অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।’

নিউজটি শেয়ার করুন