জামায়াত ক্ষমতায় গেলে প্রথমে নজর দেয়া হবে শিক্ষায়: জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে প্রথমে শিক্ষার দিকে নজর দেয়া হবে। আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজ থাকবে না। মানুষ তাদের সম্মান ও মর্যাদা নিয়ে বসবাস করবে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বীরগঞ্জ উপজেলা শাখার আমির ক্বারী মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. শফিকুর রহমান বলেন, যারা আপনাদের সর্বনাশ করবে, সেই ব্যক্তি যে-ই হোক না কেন, তাদের নামটা প্রকাশ করেন। যদি সেই ব্যক্তি আমি হয়ে থাকি, তবে আমার নামও বলুন। সমাজের ভণ্ডদের পরিচয় করিয়ে দেয়া উচিত। কোনো সচেতন মুসলমান কোনো ধরনের দুষ্কর্ম করতে পারে না।

ড. শফিকুর রহমান আরও বলেন, আমাদের দুর্নীতি-চাঁদাবাজির রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। এই দেশটা আমাদের সবার। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই দেশকে ভালবাসবে। সবার আগে শিক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে দেশকে এগিয়ে নেব।

তিনি বলেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। সব ধর্মের সব বর্ণের মানুষ মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে। সর্বক্ষেত্রে দেশাত্মবোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে। কোনো চাঁদাবাজ, দুষ্কৃতকারী বা দুর্নীতিবাজ থাকবে না। কেউ কোনোভাবে অন্যায়ের শিকার হবে না।

তিনি আরও বলেন, দেশকে আমরা সাজানো বাগান হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। তাই সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তাহলে অর্থনৈতিকভাবে শেষ করে দেওয়া দেশকে আবার সমৃদ্ধ ও কল্যাণমুখী হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

জামায়াতের আমির বলেন, কৃষকরা ফসল ফলাবে এবং দেশকে সহযোগিতা করতে দেশকে উন্নত করতে সাহায্য করবে। কোনো ব্যবসায়ীর কাছ থেকে তার প্রতিষ্ঠান কেড়ে নেওয়া হবে না। কাউকে জুলুমের মাধ্যমে দমিয়ে রাখা হবে না। শিল্প, স্বাস্থ্য, শিক্ষা সহ সর্বক্ষেত্রে সমান্তরাল সমৃদ্ধি নিয়ে জাতিকে সাজানো বাগানের মতো দেশ উপহার দেব, ইনশাআল্লাহ।

পথসভা শেষে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বীরগঞ্জে দলুয়ায় মাওলানা খোদা বখস (রহ.) এর কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাত করেন এবং পরে ঠাকুরগাঁও সার্কিট হাউজে গমন করেন।

নিউজটি শেয়ার করুন