জয়পুরহাটের ক্ষেতলালে প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে দল ত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য রেজাউল করিম। এসময় তিনি জানান আর কোনোদিন আ.লীগের রাজনীতির সঙ্গে তার সম্পর্ক থাকবে না।
রবিবার আজ (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউপির চৌমুহনী বাজারে প্রধান সড়কের উপর প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে দল ত্যাগ ও দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
রেজাউল করিম জেলার মামুদপুর ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বলে জানা গেছে।
মুজিব কোট পোড়ানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এসময় ইউপি সদস্য রেজাউল করিম বলেন, ‘এই দলকে আমার আর ভাল লাগেনা, এদের চাল চলন (কর্মকাণ্ড) আর ভাল লাগেনা। তাই মুজিব কোট পুড়িয়ে আমি এই দলত্যাগ করলাম।’